• Phone 017 175 485 14
  • dabi@rocketmail.com

Suborno Joyonti Corner

আভিধানিক ভাষায়, “সুবর্ণ জয়ন্তী” শব্দটি মুলত কোনো ঘটনার ৫০ বছরপূর্তীকে নির্দেশ করে। বাংলাদেশে ১৯৭১ সালে  ২৬ মার্চ থেকে  ১৬ ডিসেম্বর নয় মাস সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে পাকিস্তানের কাছ  থেকে     ১৬ ডিসেম্বর ১৯৭১ চুড়ান্ত বিজয় অর্জন করে। বাংলাদেশের স্বাধীনতার “সুবর্ণ জয়ন্তী” হলো বাংলাদেশের স্বাধীনতা    অর্জনের ৫০ বছরপূর্তি পালনের জন্য বাংলাদেশ সরকার কর্তৃক ঘোষিত একটি বার্ষিক পরিকল্পনা। সরকার ২৬ মার্চ ২০২১ থেকে ১৬ ডিসেম্বর ২০২১ পর্যন্ত স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালনের ঘোষণা   দিয়েছে।      এরই সঙ্গে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান -এর জন্মশতবার্ষিকী  উপলক্ষ্যে মুজিব বর্ষও পালিত হবে ।  ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচনী ইস্তেহারের মধ্যে ২০২১ সালে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীকে সামনে রেখে “রূপকল্প ২০২১”    ঘোষণা করে, যেখানে     ২০২১ সালের মধ্যেই বাংলাদেশকে একটি উন্নয়নশীল,  ডিজিটাল ও আধুনিক রাষ্ট্রে পরিণত করার প্রত্যয় দেয়া হয়।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান- এর   জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বিশ্ব নেতৃবৃন্দ বাংলাদেশকে শুভেচ্ছায় সিক্ত করছেন; বাংলাদেশের অপ্রতিরোধ্য অগ্রযাত্রাকে অভিনন্দিত করছেন। উন্নয়নের বিস্ময়,   বিস্ময়ের বাংলাদেশ   স্বচক্ষে    দেখার আগ্রহ প্রকাশ করছেন   যা বাংলাদেশকে বিশ্বদরবারে মহিমান্বিত করছে। একাত্তরে স্বাধীনতার মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা একটি স্বাধীন দেশ পেয়েছি, আর তারই সুযোগ্য কন্যা বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে গড়ে তুলতে চলেছি ক্ষুধা-দারিদ্র্যমুক্ত,  আধুনিক,  মর্যাদাশীল জাতি ও সমৃদ্ধ বাংলাদেশ;   দীর্ঘ সংগ্রামের পথ বেয়ে অর্জিত স্বাধীনতার ৫০ বছর পূর্তি উদযাপন করছে বাংলাদেশ,   যে দেশের মানুষের সামনে এখন সোনালি ভবিষ্যতের হাতছানি। বিস্ময়ের বাংলাদেশ।

১৬ই ডিসেম্বর। মহান বিজয় দিবস। দাবী মৌলিক উন্নয়ন সংস্থায় দিবসটি যথাযথ ভাবগাম্ভীর্য এবং বিপুল উৎসাহ-উদ্দীপনার সাথে পালিত হয়।জাতীয় পতাকা উত্তোলন, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে যারা নিহত হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা নিবেদনের অংশ হিসেবে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা সহ বিভিন্ন
অনুষ্ঠানের আয়োজন করা হয়।